কোম্পানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল আটক
নোয়াখালীর কোম্পানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলকে নোয়াখালী প্রেস ক্লাব এর সামনে থেকে কিছুক্ষণ আগে আটক করা হয়েছে বলে গুঞ্জন শুনা যাচ্ছে। তবে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আটকের বিষয়টি ছড়িয়ে পড়েছে ।
বৃহস্পতিবার বিকেল চারটার দিকে নোয়াখালী প্রেসক্লাব এলাকা থেকে বাদলকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন তার ভাই বিদ্যুৎ।
তবে নোয়াখালীর পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, মিজানুর রহমান বাদল গ্রেপ্তার কি না আমি এখনও জানি না। খোঁজ নিয়ে জানাব।
তবে এখনো নির্ভর যোগ্য কোন সূত্র নিশ্চিত করতে পারেনি।
পুলিশ প্রশাসনের সাথে নিশ্চিত হওয়ার পরে পাঠকের কাছে বিস্তারিত তুলে ধরা হবে
সাম্প্রতিক সময়ে কোম্পানীগঞ্জ উপজেলায় সেতুমন্ত্রী ওবায়েদুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌর মেয়র মির্জা কাদের গ্রুপ ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল সমর্থকদের মধ্যে চলমান রক্ষক্ষয়ী সংঘর্ষের ঘটনায় তাকে আটক করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উক্ত সংঘর্ষের ঘটনায় সাংবাদিকসহ এ পর্যন্ত দুইজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। আহত হন উভয় গ্রুপের শতাধিক নেতাকর্মী।