স্বচ্ছতা বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা করবো : দুদকের নতুন চেয়ারম্যান
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আভ্যন্তরীণ স্বচ্ছতা বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে মন্তব্য করেছেন সংস্থাটির নবনিযুক্ত চেয়ারম্যান মঈনুদ্দিন আব্দুল্লাহ। তিনি বলেন, আইনের যথাযথ ব্যবহার করে দুর্নীতির বিরুদ্ধে তৎপর থাকবে বর্তমান কমিশন। শুধু তাই নয় মামলার দীর্ঘসূত্রিতা কমিয়ে মামলার তদন্ত কাজ দ্রুতগতিতে করা হবে।
বুধবার নতুন পদে যোগ দেওয়ার পর দুদক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মঈনউদ্দীন আবদুল্লাহ বলেন, শুধু আইন দিয়েই দুর্নীতি কমানো যাবে না। নিজ নিজ অবস্থান থেতে সচেতন হবে।