মাদক সেবনের জন্য টাকা না দেয়ায় মাকে হত্যা করলো মেয়ে
বাঞ্ছারামপুর প্রতিনিধিঃ
- ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় মাদকাসক্ত মেয়ের কাঁচির আঘাতে মা রহিমা বেগম (৫০) নিহত হয়েছেন।
আজ রবিবার (২৮ ফেব্র“য়ারি) ভোর ৬টার দিকে উপজেলার দশানীতে এ ঘটনা ঘটে।
জানা যায়, পাপিয়া (২৬) নিয়মিত ইয়াবা সেবন করতেন। ইয়াবার টাকা চেয়ে দিনের পর দিন মায়ের সঙ্গে ঝগড়া করতেন তিনি।
রহিমা বেগমের স্বামী বাবুল মিয়া পুলিশে কর্মরত। স্বামীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দেবগ্রামে। স্বামী দ্বিতীয় বিয়ে করায় দীর্ঘ বছর ধরে দশানীতে সন্তানদের নিয়ে বসবাস করেন রহিমা।
মেয়ে পাপিয়ার আগেও বিয়ে হয়েছিল। বর্তমান স্বামীর বাড়ি বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর গ্রামের ইসহাক মিয়া। তার একটি প্রতিবন্ধী মেয়ে রয়েছে।
এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ওসি রাজু আহমেদ বলেন, ঘাতক মেয়েটিকে আটক করা হয়েছে।