সোনাইমুড়ীতে বিএনপি নেতা তৌহিদুল ইসলামের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরন
নোয়াখালী সোনাইমুড়ীতে বিএনপি নেতা প্রয়াত তৌহিদুল ইসলামের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্র তৌহিদ স্মৃতি সংসদের উদ্যোগে মঙ্গলবার বিকাল ৩ টায় আমিশ্বাপাড়া ইউনিয়নে ভদ্রগাঁও কাওমী মাদ্রাসা থেকে সোনাইমুড়ী ও চাটখিল উপজেলায় বিভিন্ন ইউনিয়নের এতিমখানা ও হাফেজী মাদ্রাসায় ১হাজার ৪শত কম্বল বিতরণ করা হয়।
উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক অহিদুর রহমান স্বপনের সভাপতিত্বে বিতরন কালে উপস্থিত ছিলেন -জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন, সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর আলম, আমিশ্বাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, বিএনপি নেতা আজিজুল হক, দেলোয়ার হোসেন পিন্টু, নুর হোসেন লিটন, এবং আনিসুর রহমান রতন, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রিয়াজ, ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক সাহীনসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংঘটনের নেত্রীবৃন্দ।