সোনাইমুড়ীতে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
সোনাইমুড়ী প্রতিনিধিঃ
বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীর সোনাইমুড়িতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী রেদোয়ান ভূঁইয়ার নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা, কেক কাটা আলোচনা সভা ও অনুষ্ঠিত হয়।
আনন্দ শোভাযাত্রাটি সোনাইমুড়ী কলেজ গেট থেকে শুরু করে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাইপাস চত্বরে এসে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে এসে মিলিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য ভিপি নুরুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহফুজুর রহমান ভিপি বাহার।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী রেদোয়ান ভূঁইয়ার সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের আহ্বায়ক খলিলুর রহমানের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌরসভা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি নিজাম বাবুল, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এইচএম তৌহিদ হাজারী, ইয়াছিন ভূঁইয়া, যুবলীগ নেতা নিজাম উদ্দিন নান্নু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক দিলদার হোসেন নোবেল, যুগ্ম আহ্বায়ক নুর উদ্দিন শামীম, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাইন উদ্দিন সহ অন্যান্যরা।