“মুজিব বর্ষে স্বাস্থ্য খাত, এগিয়ে যাবে অনেক ধাপ”। এই শ্লোগানকে সামনে রেখে শনিবার সকালে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে কমপ্লেক্স চত্বরে জাতীয় হাম-রুবেলা ক্যাম্পেইন-২০২০ এর উদ্বোধন করা হয়। শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবীর প্রধান অতিথি হিসাবে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তারক নাথ কুন্ডু, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ এস. এম বদিউজ্জামান, স্বাস্থ্য পরিদর্শক দেলোয়ার হোসেন প্রমুখ। ১৯ ডিসেম্বর থেকে আগামী ৩১ জানুয়ার ২০২১ তারিখ পর্যন্ত জাতীয় হামরুবেলা ক্যাম্পেইন এর মাধ্যমে শিবগঞ্জ উপজেলার ৮৬৫টি কেন্দ্রে ৯ মাস থেকে ১০ বছরের নীচের শিশুদের ৭২১১৭ জন কে টিকা প্রদান করা হবে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়।