আরটিভি স্টার অ্যাওয়ার্ডে মনোনয়ন পেলেন তানভীর
বর্তমান সময়ের আলোচিত অভিনেতা গোলাম কিবরিয়া তানভীর। ক্যারিয়ারের এক দশক পার করে এই সময়ে এসে বেশ কিছু ভিন্নধর্মী গল্প-নির্ভর কাজ নিয়ে বেশ আলোচনায় অভিনেতা। হাবীব শাকিল পরিচালিত ‘পরের মেয়ে’ ধারাবাহিকে সম্প্রতি দর্শকের মাঝে বেশ সাড়া ফেলেছেন।
এদিকে ‘ভিন্ন জনস্রোত’ এবং ‘পরিপূরক’ নাটকে অভিনয়ের জন্য আরটিভি স্টার অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছেন তানভীর।
দশমবারের মতো এ আয়োজনটি বসবে ২৮ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফ্রেমে।