সবার দোয়া ও ভালোবাসায় সুস্থ হয়ে ওঠবেন আমাদের বোন শিলা

পাবনা কমিউনিটি নার্সিং ইন্সটিটিউটের ছাত্রী শিলা খাতুন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছে। বর্তমানে সে শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন। শিলার এই দূর্ঘটনার খবরটি পাবনা মেডিকেলের কয়েকজন সহকর্মী আমাকে অবগত করেন ও সহযোগীতা চান।

খবর পেয়ে আমার পক্ষ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং কর্মকর্তা মো. জাহিদের নেতৃত্বে ইস্টার্ন কেয়ার হাসপাতালের নার্সিং কর্মকর্তা মো. মামুন হোসেন, সেন্ট্রাল পুলিশ হাসপাতালের নার্সিং কর্মকর্তা মো. ফয়সাল, কুমিল্লা নার্সিং ইন্সটিটিউটের শিক্ষার্থী মো. অনিক ও মো. সাদিকুল সাইক নার্সিং কলেজের শিক্ষার্থী মো. জাফর ইকবাল শিলাকে দেখতে যান। তারা গিয়ে শিলার চিকিৎসার খোঁজ খবর নেন।

চিকিৎসা সংক্রান্ত সবধরণের সহযোগিতার জন্য দুর্ঘটনার শিকার শিলার পাশে থাকবো আমি। আগামীকাল বৃহস্পতিবার আমার পক্ষ থেকে বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট স্টুডেন্ট নার্সেস এসোসিয়েশন (বিবিজিএসএনএ) এর সভাপতি ইমরানুল হক হিমেল ও দপ্তর সম্পাদক মো. রোমান হোসাইন শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে যাবেন।
আমার পক্ষ থেকে পাঠানো উপহার পৌঁছে দেবেন শিলার কাছে।

আমরা আশাবাদী শিলা খুব দ্রুত সুস্থ হয়ে ওঠবে। শিলার দ্রুত আরোগ্যের জন্য সবার কাছে দোয়া কামনা করছি।
ইসরাইল আলী সাদেক
সাধারণ সম্পাদক
বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ)
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখা

If you like the post, share it and give others a chance to read it.

Nursing World BD

nogor24 বাংলাদেশের জনপ্রিয় একটি ব্লগসাইট। এই সাইটের লক্ষ্য হল বিভিন্ন বিষয় সম্পর্কে সহজে বোধগম্য এবং সঠিক খবর এবং তথ্য প্রদান করা।