তাহিরপুর সীমান্তে গাঁজার চালান সহ যুবক আটক

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃসুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে দুই বোতল বিদেশী মদ ও ৮ কেজি গাঁজার চালান সহ এক যুবককে আটক করেছে সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)’র জোয়ানেরা। আটককৃত যুবকের নাম মোঃ শাকিল দেলোয়ার( ২০),সে উপজেলার টেকারঘাট রজনী লাইন গ্রামের শাহাব উদ্দিনের ছেলে।

বিজিবি সুত্রে জানাগেছে,লাউরগড় বিওপি'র নায়েক মোঃ জিয়াউর রহমানের নেতৃত্বে একটি নিয়মিত টহল দল গোপন সংবাদের মাধ্যমে,মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে সীমান্ত পিলার ১২০৩/১-এস এর নিকট হতে আনুমানিক ৪,শত গজ বাংলাদেশের প্রবেশদারে,উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউরগড় এলাকা থেকে দুই বোতল মদ সহ ৮ কেজি ভারতীয় গাঁজার চালান সহ এক (বাংলাদেশী)যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন(বিজিবি) লে-কর্নেল অধিনায়ক মোঃ মাকসুদুল আলম জানান,আটককৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাহিরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

If you like the post, share it and give others a chance to read it.

রাহাদ হাসান মুন্না(তাহিরপুর)সুনামগঞ্জ

nogor24 বাংলাদেশের জনপ্রিয় একটি ব্লগসাইট। এই সাইটের লক্ষ্য হল বিভিন্ন বিষয় সম্পর্কে সহজে বোধগম্য এবং সঠিক খবর এবং তথ্য প্রদান করা।