নোয়াখালীতে সংঘর্ষে আহত আ. লীগ নেতার মৃত্যু

নোয়াখালীর সদরের এজবালিয়া ইউনিয়নে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত আওয়ামী লীগ নেতা আব্দুল হক ওরপে হক সাব (৫০) চিকিৎসাধীন অবস্থায় ঢাকার এক হাসপাতালে মারা গেছেন।

এ ঘটনায় আব্দুর রহমান নামের আরও একজন ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টার দিকে ঢাকার পপুলার হাসপাতালে তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন আহত আব্দুল হক।

নিহত আব্দুল হক এজবালিয়া ৮ নম্বর ওয়ার্ডের মৃত মমিন উল্যার ছেলে। তিনি ওই ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন বলে নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আব্দুল মান্নান। ওসি মো. নবীর হোসেন জানান, এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, এজবালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও ইউপি সদস্য আব্দুল মান্নান এবং পাশ্ববর্তী কালাদরাপ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বাবুল ওরপে বাবুল ডাক্তারের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার রাতে স্থানীয় করমুল্যা বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে ১১ জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহতদেও মধ্যে আব্দুল হক ও আব্দুর রহমানের অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়া হয়। আজ চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হক মারা যান।

If you like the post, share it and give others a chance to read it.

নগর২৪

nogor24 বাংলাদেশের জনপ্রিয় একটি ব্লগসাইট। এই সাইটের লক্ষ্য হল বিভিন্ন বিষয় সম্পর্কে সহজে বোধগম্য এবং সঠিক খবর এবং তথ্য প্রদান করা।