ফান্সে রাসুল (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে নড়াইলের লোহাগড়া উপজেলার চারটি গ্রামের মুসল্লীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) ফজরের নামাজের পর লোহাগড়ার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতী, ভাটগাতী, রামেশ্বরপুর ও গিলাতলা গ্রামের মুসল্লিরা রামেশ্বরপুর বাজার এলাকা থেকে মিছিল বের করেন।
এ সময় উপস্থিত ছিলেন মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা ওবায়দুর রহমান, ক্বারী সিরাজুল ইসলামসহ অনেকে।
বক্তারা, রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের পণ্য বর্জনসহ জাতীয় সংসদ অধিবেশনে নিন্দা জ্ঞাপনের দাবি জানান।