নিখোঁজের চার দিন পর চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকা থেকে অজ্ঞান অবস্থায় সাংবাদিক গোলাম সরওয়ার উদ্ধার হয়েছেন। রোববার (১ নভেম্বর) রাত ৮টার দিকে মহাসড়কের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।
জেলার পুলিশ সুপার এসএম রশিদুল হক গণমাধ্যমকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। গোলাম সরওয়ারকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
দৈনিক আজকের সূর্যোদয় পত্রিকার চট্টগ্রাম অফিসের স্টাফ রিপোর্টার এবং অনলাইন নিউজপোর্টাল সিটিনিউজবিডির নির্বাহী সম্পাদক গোলাম সরওয়ার গত ২৯ অক্টোবর সকালে চট্টগ্রাম নগরীর বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন।
পরে সাংবাদিক জুবায়ের সিদ্দিকী কোতোয়ালি থানায় একটি ডায়েরি করেন।
গোলাম সরওয়ারকে খুঁজে বের করার দাবি নিয়ে পথে নামেন স্থানীয় সাংবাদিকরা। ৩১ অক্টোবর চট্টগ্রামের প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেন তারা। এতে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা সংহতি জ্ঞাপন করেন। সেখানে গোলাম সরওয়ারকে খুঁজে বের করতে আল্টিমেটাম দেওয়া হয়।