নড়াইলে ইলিশ মাছ ধরার অভিযোগে আটক ৪, জাল ও মাছ জব্দ

শনিবার (১৭ অক্টোবর) রাত ১০টা ৩৪ মিনিট। অভিযানে প্রস্তুত জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি চৌকস দল। উদ্দেশ্যে-‘মা ও জাটকা ইলিশ’ রক্ষায় নড়াইলের কালিয়া উপজেলার ঐহিত্যবাহী চিত্রা ও নবগঙ্গা নদীতে অভিযান। ট্রলারযোগে রওনা হলেন ডিবি পুলিশের সদস্যরা।

নড়াইলের কালিয়া উপজেলার জামরিলডাঙ্গা এলাকা থেকে বারইপাড়া ব্রিজ পর্যন্ত দীর্ঘ সাত কিলোমিটার নৌপথে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সাফল্য হিসেবে ডিবি পুলিশের হাতে বন্ধী চারজন মৎস্যশিকারি। এরা হলেন-কালিয়ার বিষ্ণুপুর গ্রামের টুটুল শেখ (৩৮), মোরশেখ (৩২), জনি শেখ (২৫) ও ইরফান শেখ (২২)।

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে একটি নৌকায় বিষ্ণুপুর এলাকায় ইলিশ মাছ ধরছিল তারা। এ অভিযোগে তাদের আটক করা হয়। এ সময় ইলিশ মাছ ও বিপুল পরিমাণ জাল জব্দ করা হয়। রাত সাড়ে তিনটা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশির ভাগ মৎস্যশিকারি নদী থেকে সটকে পড়েন।

ডিবি পুলিশের এএসআই আনিসুজ্জামান বলেন, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন (পিপিএম-বার) স্যারের নির্দেশক্রমে কালিয়া উপজেলার চিত্রা ও নবগঙ্গা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করেছি। মা ও জাটকা ইলিশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।

If you like the post, share it and give others a chance to read it.

ফরহাদ খান, নড়াইল

nogor24 বাংলাদেশের জনপ্রিয় একটি ব্লগসাইট। এই সাইটের লক্ষ্য হল বিভিন্ন বিষয় সম্পর্কে সহজে বোধগম্য এবং সঠিক খবর এবং তথ্য প্রদান করা।