ঠাকুরগাঁওয়ে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল উপজেলায় বাড়ির পাশের ডোবা থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে উপজেলার ধর্মগড় ভরনিয়া গ্রামে বাড়ির পার্শ্ববর্তী ডোবা থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করে পুলিশ। এখন পর্যন্ত তাদের মৃত্যু কারণ নিশ্চিত করতে পারেনি পুলিশ।

নিহতরা হলেন- ওই গ্রামের আকবর হোসেনের স্ত্রী আরিদা খাতুন (৩২), তার মেয়ে আঁখি (১১) ও ছেলে আরাফাত (৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে পুকুরের পানিতে মরদেহগুলো ভাসতে দেখে প্রতিবেশীরা উদ্ধার করে থানায় খবর দেয়।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ ইকবাল বলেন, ভোরে ওই গ্রাম থেকে স্থানীয় লোকজন ফোন করে আমাদের জানান পুকুর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছেন। ঘটনাস্থলে যাচ্ছি। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

If you like the post, share it and give others a chance to read it.

নগর২৪

nogor24 বাংলাদেশের জনপ্রিয় একটি ব্লগসাইট। এই সাইটের লক্ষ্য হল বিভিন্ন বিষয় সম্পর্কে সহজে বোধগম্য এবং সঠিক খবর এবং তথ্য প্রদান করা।