চলতি বছরই মিলতে পারে করোনার টিকা : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনাভাইরাসের টিকা চলতি বছরই পাওয়া যেতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মঙ্গলবার সংস্থার মহাপরিচালক টেডরস আধানম এই সম্ভাবনার কথা জানিয়েছেন।

এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছিল ২০২১ সালের আগে করোনার টিকা পাওয়া যাবে না। মঙ্গলবার  মহাপরিচালক টেডরস আধানম সেই অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দিলেন।বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহামারি বিষয়ক নির্বাহী বোর্ডের দুদিনব্যাপী বৈঠক শেষে আধানম বলেন, ‘আমাদের টিকা প্রয়োজন এবং আশা করা যাচ্ছে চলতি বছরের শেষ নাগাদ আমরা হয়তো টিকা পাব। আশা জাগছে।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বাধীন বৈশ্বিক টিকা প্রকল্প কোভাক্সের পাইপলাইনে করোনার ৯টি টিকা রয়েছে। ২০২১ সালের শেষ নাগাদ ২০০ ডোজ টিকা বিতরণের লক্ষ্যমাত্রা রয়েছে সংস্থার।

If you like the post, share it and give others a chance to read it.

নগর২৪

nogor24 বাংলাদেশের জনপ্রিয় একটি ব্লগসাইট। এই সাইটের লক্ষ্য হল বিভিন্ন বিষয় সম্পর্কে সহজে বোধগম্য এবং সঠিক খবর এবং তথ্য প্রদান করা।