নড়াইল শহরের রূপগঞ্জ-মুচিরপুল এলাকার রড-সিমেন্ট ব্যবসায়ী আক্তার হোসেন সিকদার (৬৭) করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার (৩ অক্টোবর) সকালে চিকিৎসাধীন অবস্থায় রাজধানী ঢাকার একটি হাসপাতালে মারা যান তিনি।
এরপর ওইদিন (শনিবার) বিকেলে জানাজা শেষে তার গ্রামের বাড়ি নড়াইলের দারিয়াপুরে দাফন করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, এক সপ্তাহ আগে আক্তার সিকদারের শরীরে করোনা উপসর্গ দেখা দেয়। এরপর নড়াইল সদর হাসপাতালে পরীক্ষা করা হলে করোনা শনাক্ত হয়।
অবস্থার অবনতি হলে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।