পুলিশি নির্যাতনে মৃত্যুর প্রতিবাদে রণক্ষেত্র কলম্বিয়া, নিহত ১০
কলম্বিয়ায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সাধারণ মানুষের ব্যাপক সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার পুলিশি নির্যাতনের ভিডিও ভাইরালের প্রতিবাদে সংঘর্ষ বেধে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দেড় শতাধিক মানুষ।
কলম্বিয়ার এক নাগরিককে বন্দুক দিয়ে পিটিয়ে মেরে ফেলেন দেশটির পুলিশ-এমন খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভ ফেটে পড়ে আন্দিয়ান জাতি। প্রতিবাদে রাজধানী বোগোতার রাজপথে ভাংচুর, গাড়িতে অগ্নিসংযোগ করে বিক্ষোভকারীরা। তাদের জ্বালাও-পোড়াও ধ্বংসযজ্ঞ কর্মসূচি ঠেকাতে মোতায়েন করা হয় সশস্ত্র নিরাপত্তা সদস্যদের।
পুলিশি বর্বর নির্যাতনে মৃত্যুর ঘটনা মেনে নেয়া হবে না জানিয়েছেন বোগোতার মেয়র ক্লডিয়া লোপেজ। তবে, শহরজুড়ে তাণ্ডব চালানোর ঘটনায় নিন্দা জানান তিনি।
এদিকে ওই হত্যাকাণ্ডে জড়িত দুই পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে এ ঘটনার তদন্ত চলছে বলেও নিশ্চিত করে দেশটির সরকার।
কলম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রী কার্লোস হোমলেস ট্রুজিলো এক বিবৃতি বলেন, আন্দোলনকারীরা শুধু রাজধানীতেই তাদের বিক্ষোভ সীমাবদ্ধ রাখেনি, মেডেল্লিন, পেরেইডা এবং ইবাগুয়ের পুলিশ স্টেশনগুলোও জ্বালিয়ে দিয়েছে।