আইসিইউতে সাদেক বাচ্চু, অবস্থার অবনতি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন খল অভিনেতা সাদেক বাচ্চু। গেল রোববার (৬ সেপ্টেম্বর) রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু পাঁচ দিনেও তার জ্বর-ঠান্ডা-শ্বাসকষ্ট কিছুই কমেনি। বরং বেড়েছে। তাকে আইসিইউতে রাখা হয়েছে।

অন্যদিকে অভিনেতার মেয়ে মেহজাবিন জানান, ‘উপসর্গ থাকায় গত মঙ্গলবার আব্বুর কোভিড ১৯ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছেন চিকিৎসকরা। আজ বৃহস্পতিবার রেজাল্ট জানানোর কথা। রিপোর্ট পেলেই বোঝা যাবে আব্বু করোনায় আক্রান্ত কি না। বুধবার থেকে আবার বুকে ব্যথা দেখা দিয়েছে। আব্বুর জন্য সবাই দোয়া করবেন।’ সাদেক বাচ্চু একাধারে অভিনেতা, নাটক রচয়িতা, নাট্য নির্দেশক ও ডাক বিভাগের একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। চলচ্চিত্রে অভিনয়ের জন্য পরিচিতি লাভ করলেও তিনি মঞ্চ, বেতার ও টেলিভিশনে অভিনয় করেছেন।১৯৮৫ সালে শহিদুল আমিন পরিচালিত ‘রামের সুমতি’তে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে।

If you like the post, share it and give others a chance to read it.

নগর২৪

nogor24 বাংলাদেশের জনপ্রিয় একটি ব্লগসাইট। এই সাইটের লক্ষ্য হল বিভিন্ন বিষয় সম্পর্কে সহজে বোধগম্য এবং সঠিক খবর এবং তথ্য প্রদান করা।