ছাগলনাইয়ায় অবৈধ বালু উত্তোলন করায় তিন লাখ টাকা জরিমানা

ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের ফেনী নদীতে মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় ড্রেজার মেশিন দিয়ে ফেনী নদী হতে অবৈধভাবে বালু উত্তোলন করায় এবং নদীর পাড় কেটে মাটি নিয়ে যাওয়ায় বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় চট্রগ্রাম জেলার মিরেশ্বরাই উপজেলার পশ্চিম জোয়ার গ্রামের আবদুর রহিমের ছেলে লিজা এন্টারপ্রাইজের ড্রেজার চালক সালা উদ্দিনকে হাতেনাতে আটক করে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হোমায়রা ইসলাম বিজিবি ও পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালতের অভিযান চলাকালে ফেনী নদী থেকে অবৈধভাবে বালু তুলে পরিবেশের ভারসাম্য নষ্ট করা থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি অনুরোধ জানান হোমায়রা ইসলাম।

উল্লেখ্য দীর্ঘদিন যাবত ছাগলনাইয়া ও মিরেশ্বরাই উপজেলার চিহ্নিত একটি বালুদস্যু সিন্ডিকেট ফেনী নদীর শুভপুর ইউনিয়ন এলাকায় ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে ও নদীর পাড়ের মাটি কেটে নিয়ে যাচ্ছে ফলে ওই এলাকায় ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে। নদীতে বিলীন হয়ে যাচ্ছে কৃষি জমি ও বসতভিটা।

If you like the post, share it and give others a chance to read it.

নগর২৪

nogor24 বাংলাদেশের জনপ্রিয় একটি ব্লগসাইট। এই সাইটের লক্ষ্য হল বিভিন্ন বিষয় সম্পর্কে সহজে বোধগম্য এবং সঠিক খবর এবং তথ্য প্রদান করা।