ফেনী জেলার ফুটবল কোচ দীপক নাথের মা পরলোকে

ফেনী জেলা ফুটবল কোচ ও জয়নাল হাজারী কলেজের শরীর চর্চা শিক্ষক দীপক চন্দ্র নাথ এর মা হেমলতা রানী নাথ পরলোক গমন করেছেন। শনিবার রাত ২টার দিকে ফেনী ডায়াবেটিক হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ৩ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আজ রবিবার বেলা সাড়ে ১১টায় ফুলগাজী সদর ইউনিয়নের দক্ষিন বাসুড়া গ্রামের ডাক্তার বাড়িতে সমাধী করার কথা রয়েছে।

ক্রীড়াঙ্গণে শোক : জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও ফুটবল কোচ দীপক চন্দ্র নাথ এর মায়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামান, সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মামুনুর রশিদ মিলন, ফুটবল একাডেমীর সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লব। তারা প্রয়াত হেমলতা রানী নাথ এর আত্মার শান্তি কামনা করেন।

If you like the post, share it and give others a chance to read it.

নগর২৪

nogor24 বাংলাদেশের জনপ্রিয় একটি ব্লগসাইট। এই সাইটের লক্ষ্য হল বিভিন্ন বিষয় সম্পর্কে সহজে বোধগম্য এবং সঠিক খবর এবং তথ্য প্রদান করা।