ফেনীর সোনাগাজীতে ৮ দিন ধরে স্কুল ছাত্র নিখোঁজ

সোনাগাজীতে রিদোয়ান আহমেদ রুপম নামে এক স্কুল ছাত্র ৮ দিনে নিখোঁজ রয়েছে। সে আল-হেলাল একাডেমীর সপ্তম শ্রেণির ছাত্র।

পরিবার সূত্র জানায়, ২৯ আগস্ট শনিবার বিকালে বাড়ি থেকে বের হওয়ার পর রুপম আর ফিরেনি। এরপর আত্মীয়-স্বজন সহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। তার পরনে জিন্স প্যান্ড, গায়ে সাদা শার্ট পরিহিত ছিল। গায়ের রং- শ্যামলা, উচ্চতা- ৫ ফুট। এ ঘটনায় তার বাবা মহিউদ্দিন সেলিম বাদী হয়ে গতকাল শনিবার সোনাগাজী মডেল থানায় সাধারণ ডায়েরী করেছেন। ৩ ছেলে ও ১ মেয়ের মধ্যে রুপম দ্বিতীয়।

সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম স্কুল ছাত্র নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরীর সত্যতা নিশ্চিত করেছেন।

If you like the post, share it and give others a chance to read it.

নগর২৪

nogor24 বাংলাদেশের জনপ্রিয় একটি ব্লগসাইট। এই সাইটের লক্ষ্য হল বিভিন্ন বিষয় সম্পর্কে সহজে বোধগম্য এবং সঠিক খবর এবং তথ্য প্রদান করা।