নড়াইলের লোহাগড়া উপজেলা ও পৌর ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগময় আবহাওয়ার মধ্যে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মুন্সী জোসেফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ছাত্রলীগ নড়াইল জেলা শাখার সভাপতি চঞ্চল শাহরিয়ার মীম।
প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশ।
বর্ধিত সভাটি পরিচালনা করেন লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রাশেদ।
সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী বশিরুল হক বশির, ছাত্রলীগ নেতা নাঈম ভূঁইয়া, সিদ্ধার্থ সিংহ পল্টু, শেখ ছগির উদ্দিন সনেট, ইমদাদুল হক, সৈয়দ হাসিবুল ইসলাম ইকো, আল আমিন সুজন, ফয়সাল ফকির ইমরান, রোমান রায়হান প্রমুখ।
ছাত্রলীগের নেতৃবৃন্দ বলেন, লোহাগড়া উপজেলা, পৌর শাখা এবং লোহাগড়া সরকারি আদর্শ কলেজ শাখা ছাত্রলীগের কমিটি দীর্ঘ ৮ বছর অতিবাহিত হয়েছে। এখনো পর্যন্ত নতুন কমিটি গঠিত হয়নি। দ্রুত নতুন কমিটি গঠনের লক্ষ্যে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।