বাংলাদেশ-ভারত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের জেসিসি বৈঠক শুরু হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে সাড়ে তিনটায় প্রতিবেশী দু’দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠক শুরু হয়। ভার্চ্যুয়াল এ বৈঠকে অংশ নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর।
এ দু’দেশের যৌথ পরামর্শক কমিশনের বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হলেও কোনো চুক্তি স্বাক্ষর হবে না বলে গতকাল জানান এ কে আব্দুল মোমেন।