দেয়াল চাপা পড়ে দুই সন্তানসহ বাবা-মায়ের মৃত্যু
দিনাজপুরের পার্বতীপুরে মাটির দেয়াল চাপা পড়ে দুই সন্তানসহ বাবা-মায়ের মৃত্যু হয়েছে। শনিবার রাতে পার্বতীপুরের ঝাউপাড়া গ্রামে ঘরে ঘুমন্ত অবস্থায় দেয়াল চাপা পড়ে তাদের মৃত্যু হয়।
আজ রবিবার সকালে স্থানীয়রা দেখতে পেয়ে তাদের মরদেহ উদ্ধার করে। নিহত স্বামী স্ত্রীর নাম স্বপন ও ফারজানা। তাদের ৫ ও ৭ বছর বয়সী দুই ছেলে হোসাইন ও হাসিবুল। স্বপন পেশায় একজন ভ্যানচালক। ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা।