উয়েফা সুপার কাপের শিরোপা জিতলো বায়ার্ন মিউনিখ

উয়েফা সুপার কাপের শিরোপা জিতলো বায়ার্ন মিউনিখ। ফাইনালে ইউরোপা লিগ জয়ী সেভিয়াকে ২-১ গোলে হারিয়েছে চ্যাম্পিয়ন্স লিগ সেরা বায়ার্ন।

ফাইনালের ম্যাচ ভেন্যু বুদাপেস্ট। ক্লোজড ডোর না অল্প কিছু দর্শক নিয়ে শুরু হয় খেলা। বার্সা থেকে সেভিয়ায় আসা রাকিতিচের আদায় করা পেনাল্টি কাজে লাগিয়ে ম্যাচের তের মিনিটেই লিড নেয় স্প্যানিশ ক্লাবটা। গোল করেন ওকম্পোস। সমতা ফেরাতে খুব একটা সময় নেয় নি বায়ার্ন। ম্যাচের বয়স আধঘন্টা পেরুবার কিছুক্ষণ পরই স্কোরলাইন ১-১ করে দেয় গোরেৎজকা।

সেকেন্ড হাফে গোল নাই। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। মাইটি বায়ার্নের সাথে আর পেরে ওঠে নি সেভিয়া। বদলি নামা হাভি মার্তিনেজের হেডারে ২-১ এ ম্যাচ জিতে ট্রফির দখল নেয় বায়ার্ন মিউনিখ। চলতি মৌসুমে এটা ওদের চার নম্বর টাইটেল। ঘরোয়া লিগ আর কাপের পর বায়ার্ন জিতেছে চ্যাম্পিয়ন্স লিগ। এখন ট্রফিকেইসে যোগ করলো সুপার কাপের ট্রফিও।

If you like the post, share it and give others a chance to read it.

নগর২৪

nogor24 বাংলাদেশের জনপ্রিয় একটি ব্লগসাইট। এই সাইটের লক্ষ্য হল বিভিন্ন বিষয় সম্পর্কে সহজে বোধগম্য এবং সঠিক খবর এবং তথ্য প্রদান করা।