শিক্ষক নিয়োগের নামে প্রতারণা: কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদে শিক্ষক নিয়োগ, সনদ যাচাই ও সংশোধনের নামে কেউ টাকা নিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
সোমবার (২১ সেপ্টেম্বর) এনটিআরসিএ এর চেয়ারম্যান আকরাম হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
তাই কোনোভাবে কোনো ব্যক্তি বা গোষ্ঠির মিথ্যা প্রলোভন বা প্রতারণায় বিশ্বাস না করতে সবাইকে অনুরোধ করেছে এনটিআরসিএ। এ ধরনের কোনো তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে নিকটস্থ থানা ও এনটিআরসিএ জানানোর অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।