শেরপুরের নালিতাবাড়ীতে দাফনের দুই মাস পর আদালতের নির্দেশে উসমান আলী (২৫) নামে এক যুবকের মরদেহ উত্তোলন করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বড়ডুবি গ্রামের কবরস্থান থেকে ময়নাতদন্তের জন্য ওই মরদেহ উত্তোলন করা হয়।
পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার বড়ডুবি গ্রামের আবুল হাশেমের ছেলে ও দুই সন্তানের জনক উসমান আলী গত ১৬ জুলাই সন্ধ্যায় নিজ ঘর থেকে বাড়ির পাশে গোয়াল ঘরের গরু দেখার উদ্দেশ্যে বের হয়। রাত নয়টার দিকে গোয়াল ঘরের সামনে বৃষ্টির পানিতে তার নিথর দেহ দেখতে পান স্বজনেরা। পরে তাকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরদিন ১৭ জুলাই উসমানকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
এ বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা জোবায়ের হোসেন জানান, আগে থেকে পারিবারিক দ্বন্দ্ব থাকায় বাদী উসমানকে হত্যার অভিযোগ এনে মামলা দায়ের করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া এ বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।