নওগাঁর মহাদেবপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৪তম মৃত্যু দিবস পালন উপলক্ষে ২৭ আগস্ট বৃহস্পতিবার আলোচনা সভা ও স্মরণ সভার আয়োজন করা হয়।
এদিন উপজেলার রাবেয়া পল্লীতে জাতীয় রবীন্দ্র সম্মিলন পরিষদ আয়োজিত এ দিবসটি পালন উপলক্ষে সংগঠনের সভাপতি মহাদেবপুর জাহাঙ্গীপুর সরকারি মহিলা স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যক্ষ
মো: হাফিজুল হক বকুলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি, নওগাঁ-৩ আসনের সাংসদ আলহাজ্ব ছলিম উদ্দিন তরফদার সেলিম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আহসান হাবীব ভোদন,
উপজেলা জাতীয় রবীন্দ্র সম্মিলিন পরিষদ সাধারণ সম্পাদক বাবুল চন্দ্র ঘোষ বাবু, উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন, সদর ইউপি চেয়ারম্যান মুহাম্মদ মাহবুবুর রহমান ধলু, চাঁন্দাশ ডিগ্রি কলেজের অধ্যক্ষ হারুনুর রশিদ, সাংবাদিক আজাদুল ইসলাম আজাদ, বিশিষ্ট সমাজ সেবক গোলাম কিবরিয়া নাইস প্রমুখ।
এর আগে বিটিভি এবং বিভিন্ন বেসরকারি চ্যানেলের সঙ্গীত শিল্পী ও বাশরী নজরুল চর্চা কেন্দ্রের সদস্য গৌরী নন্দী, সামছুল হুদা, নিবাস বর্মন এবং স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।