নওগাঁর নিয়ামতপুরে গাঁজার গাছসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ

নওগাঁর নিয়ামতপুরে গাঁজার গাছসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ আগষ্ট রোববার ভোর সাড়ে ৪ টায় নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির এর নেতৃত্বে

এসআই তহছেনুজ্জামান, এ এস আই সিদ্দিকুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার চন্দননগর ইউনিয়নের হর্ষইল

কবিরাজপাড়ার মৃত- মনছের কবিরাজের ছেলে আবুল কালাম আজাদ ওরফে ধলা (৪৫) কে নিজ বাড়ী হতে উঠানে লাগানো গাঁজার গাছসহ গ্রেপ্তার করে। যার আনুমানিক ওজন ৬ কেজি, মূল্য প্রায় ৩০ হাজার টাকা।

এ বিষয়ে অফিসার ইনচার্জ হুমায়ন কবির বলেন, আবুল কালাম আজাদ দীর্ঘদিন যাবত নিজ বাড়ীর উঠানে গাঁজার গাছ লাগিয়ে গাঁজা উৎপাদন, সেবন ও বিক্রয় করে আসছিল। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। জানা যায়, সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

If you like the post, share it and give others a chance to read it.

সোহাগ রহমান সুজন

nogor24 বাংলাদেশের জনপ্রিয় একটি ব্লগসাইট। এই সাইটের লক্ষ্য হল বিভিন্ন বিষয় সম্পর্কে সহজে বোধগম্য এবং সঠিক খবর এবং তথ্য প্রদান করা।