নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চরআড়িয়ারা গ্রামে মধুমতি নদীতে ডুবে আড়াই বছরের শিশু তাসলিয়ার মৃত্যু হয়েছে। তাসলিয়া চরআড়িয়ারা গ্রামের কামাল শরিফের মেয়ে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মা কাজে ব্যস্ত থাকায় তাসলিয়া অজান্তেই ঘর থেকে বেরিয়ে বাড়ির পাশে মধুমতি নদী পাড়ে চলে যায়। প্রায় আধাঘণ্টা পরে শিশু তাসলিয়ার কথা খেয়াল হলে বাড়ির লোকজন চারিদিকে খোঁজাখুঁজি শুরু করেন।
এক পর্যায়ে মধুমতি নদীর ঘাটে তাসলিয়ার লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় তার পরিবারসহ এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।