নিজ মেয়েকে যৌন হয়রানির অভিযোগে পিতা আটক

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা গ্রামে নিজের ১২ বছরের মেয়েকে যৌন হয়রানির অভিযোগে বাবা নাড়ু গোপাল সরকার (৪৫) কে আটক করেছে পুলিশ।

গত শনিবার রাতে মেয়েকে যৌন হয়রানির অভিযোগে থানায় একটি মামলা দায়ের করেন ভিকটিমের মা।

এরপর রাতেই অভিযান চালিয়ে নাড়ু গোপালকে আটক করে পুলিশ। আটক নাড়ু গোপাল সরকার কোলা গ্রামের কমলেশ সরকারের ছেলে।

মামলার এজাহারে ভিকটিমের মা উল্লেখ করেছেন, গত ৭/৮ মাস যাবৎ মেয়ের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে আসে কুলাঙ্গার পিতা।

এ বিষয় নিয়ে এর আগে আমার মেয়ে আত্মহত্যাও করতে গিয়েছিল। কিন্তু গত ৭ আগস্ট রাত তিনটার দিকে আবারও মেয়ের স্পর্শকাতর স্থানে হাত দেয় ওর বাবা।এসময় মেয়ের চিৎকারে পাশের ঘর থেকে তিনি ছুটে আসেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা: মাহফুজুর রহমান মিয়া জানান, নিজ মেয়েকে বিভিন্ন সময় যৌন হয়রানি করে আসছিল নাড়ু গোপাল। ভিকটিমের মা বাদী হয়ে একটি মামলা করেছেন। শনিবার রাতে তাকে আটক করা হয়। রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

If you like the post, share it and give others a chance to read it.

আলিফ আবেদীন গুঞ্জন

nogor24 বাংলাদেশের জনপ্রিয় একটি ব্লগসাইট। এই সাইটের লক্ষ্য হল বিভিন্ন বিষয় সম্পর্কে সহজে বোধগম্য এবং সঠিক খবর এবং তথ্য প্রদান করা।