১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের লক্ষে তানোর উপজেলার ৫নং তালন্দ ইউনিয়ন আওয়ামী লীগ সহ অঙ্গসংগঠনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। চলতি মাসের ১৩ আগস্ট বৃহস্পতিবার বিকেলে তালন্দ ইউনিয়ন পরিষদের ছাদে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রস্তুতি সভায় তালন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজিমুদ্দিন বাবুর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তালন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেমের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুন নবী চৌধুরী বাবু।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি শরিফ খান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশীদ ময়না। পাঁচন্দর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন, বাধাইড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ওহাব হোসেন লালু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান, তানোর পৌর যুবলীগের সভাপতি রাজীব সরকার হিরো,
সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম বকুল, উপজেলা সৈনিক লীগের সাধারণ সম্পাদক বদিউজ্জামান নয়ন সহ উপজেলা ছত্রলীগের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন শাওন,কলমা ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি মুর্শেদুল মোমিন রিয়াদ প্রমূখ।