অসহায় মেয়ের বিয়েতে সহযোগিতা করলেন কবি ও সাংবাদিক নাসরিন নাজ

মানবতার কল্যাণ ফাউন্ডেশন রংপুর জেলা ও বিভাগীয় কমিটির পক্ষ হতে রংপুর সিটির আলমনগর এলাকার এক দরিদ্র মেয়ের বিয়ে উপলক্ষে মেয়ের অভিভাবককে নগদ কিছু নগদ অর্থ প্রদান করেন সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি, সাফল্য প্রকাশনীর প্রকাশক,মানবতার কল্যাণ ফাউন্ডেশন রংপুর বিভাগের সভাপতি কবি সাংবাদিক নাসরিন নাজ।

গতকাল সাফল্য কিন্ডারগার্টেন স্কুল পরিচালকের কক্ষে এই অর্থ প্রদান করেন,সে সময় মেয়ের অভিভাবক, ও ডাঃ হারুন স্মৃতি পাঠাগার,এবং মানবতার কল্যাণ ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

If you like the post, share it and give others a chance to read it.

নাসরিন নাজ

nogor24 বাংলাদেশের জনপ্রিয় একটি ব্লগসাইট। এই সাইটের লক্ষ্য হল বিভিন্ন বিষয় সম্পর্কে সহজে বোধগম্য এবং সঠিক খবর এবং তথ্য প্রদান করা।