আমি কতবার এই মাঝপথে দাঁড়িয়েছি,
রাস্তার এক প্রান্তকে ছুঁয়ার জন্য এবং খুঁড়িয়েছি।
এই নেপথ্যে তোমাকে পাবার এবং খুশির জন্যে,
সুতরাং নিজেকে চিনিয়েছি তোমারি অলক্ষ্যে।
বিকেলের কোন প্রয়োজন ছিলনা,আমারও না,
নিজেই বহুবার করেছিলাম নিজের অগ্রসূচনা।
আমি একজন অতি উৎকৃষ্ট প্রেমিক,
আমি যা দাঁড়িয়ে হৈ-চৈ করে বলেছি এবং সিস্টেমিক।
আমি সাধারণত আট-দশের দলে পড়িনা,
বরং নিজের তৈরি করা প্রেম মঞ্চে নিজেই অচিনা।
বহুকাল ধরে হেঁটেছি একই পথে,
তারপরও মনে হয়েছিলো হেঁটেছি ভুলপথে।
আমার আর তোমার পথ পৃথক না,
বরং এই মুহূর্তে আমার গন্তব্য তবুও অজানা।
আমি তোমারি প্রেমের জয়গান করি,
যদি তোমার প্রেমের কথা উঠে এবং বোধকরি।
তোমার থেকে আমি প্রেমের সান্ত্বনা পেয়েছি,
এখন যদি পিছনে হাঁটা শুরু করি এবং বলেছি।
আমার এই মাঝপথের হাঁটা যদি বন্ধ হয়ে যায়,
তাহলে আমার হবে সর্বনাশ এবং মিথ্যায়।
তাহলে কে আমার পথের সঙ্গী হবে?
কে প্রেমের তারুণ্যের জয়গান করবে?
চলো দুই জন চুপ করে হাঁটি,
বরং রঙিন বেলুনে সাজাই প্রেমের এলাকাটি।