নড়াইলের হামিদপুর আ’লীগ নেতাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন

নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিএম সেলিমের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের আয়োজনে সোমবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে কালিয়ার মাধবপাশা বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন হামিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ, মেম্বার সেলিম গাজী, আসলাম মোল্যা, লালন খান, আক্তার হোসেন প্রমুখ। পরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ৫ আগস্ট সকালে কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের দেওয়াডাঙ্গা গ্রামে প্রতিপক্ষের গুলিতে মাসুদ রানা (৩৫) নিহত হয়। এ ঘটনায় অন্তত ১০জন আহত হন।

এ হত্যাকান্ডের ঘটনায় ৩৬জন আসামির মধ্যে হামিদপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ ও বিএম সেলিমের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

পুরুলিয়া ইউনিয়নের এ হত্যাকান্ডের দায় হামিদপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতাদের ওপর চাপিয়ে দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন তারা। আওয়ামী লীগ নেতাদের নামে এ মামলা দ্রুত প্রত্যাহারের দাবি করেন বক্তারা।

If you like the post, share it and give others a chance to read it.

নগর২৪

nogor24 বাংলাদেশের জনপ্রিয় একটি ব্লগসাইট। এই সাইটের লক্ষ্য হল বিভিন্ন বিষয় সম্পর্কে সহজে বোধগম্য এবং সঠিক খবর এবং তথ্য প্রদান করা।