ঝিনাইদহের শৈলকুপায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দুই লাখ টাকা জরিমানা

ঝিনাইদহের শৈলকুপায় একটি ওষুধের দোকানে অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ, নিষিদ্ধ, ভেজাল ওষুধ মজুদ এবং নির্দিষ্ট মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে বিক্রির অপরাধে এ জরিমানা করা হয়।

উপজেলার চড়িয়ার বিল সুমনা মেডিক্যাল স্টোরে এই জরিমানা করা হয়। সোমবার বিকাল থেকে সন্ধা পযর্ন্ত ঝিনাইদহ র‌্যাবের কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি সোহেল পারভেজ এর নেতৃত্বে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল এই অভিযান পরিচালনা করেন।

ঝিনাইদহ র‌্যাবের কোম্পানি কমান্ডার সোহেল পারভেজ জানান, চড়িয়ার বিল এলাকার সুমনা মেডিক্যাল স্টোরে আমদানি, বিক্রয় ও মেয়াদোত্তীর্ণ নিষিদ্ধ ভেজাল ওষুধ মজুদ এবং নির্দিষ্ট মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে ওষুধ বিক্রির সংবাদ পেয়ে র‌্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণের সমন্বয়ে সেখানে অভিযান চালানো হয়।

এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭,৪০,৪৫ এবং ৫১ ধারায় ওষুধের দোকানের মালিককে দুই লাখ টাকা জরিমানা করেন।

If you like the post, share it and give others a chance to read it.

আলিফ আবেদীন গুঞ্জন

nogor24 বাংলাদেশের জনপ্রিয় একটি ব্লগসাইট। এই সাইটের লক্ষ্য হল বিভিন্ন বিষয় সম্পর্কে সহজে বোধগম্য এবং সঠিক খবর এবং তথ্য প্রদান করা।