কক্সবাজার জেলা ইসলামী যুব কক্সবাজার জেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কক্সবাজার জেলাবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন ইসলামী যুব আন্দোলন কক্সবাজার জেলা সভাপতি হাফেজ মাওলানা মুফতি ওসমান আল হুমাম , সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আবু বকর দা.বা. শুভেচ্ছা বার্তায় নেতৃদ্বয় বলেন, মুসলমানদের দু’টি খুশির দিন।

তার মধ্যে অন্যতম ঈদুল আযহার দিন। আনন্দের এই ক্ষণে আমরা জেলাবাসীকে জানাই ঈদ মোবারক। নেতৃদ্বয় বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম এর সুন্নাত হিসাবে মুসলিম উম্মাহ ঈদুল আযহার দিন মহান আল্লাহর সন্তুষ্টির জন্য সামর্থবানরা পশু কুরবানী দিয়ে থাকে।

আমরা পশু কুরবানীর সাথে সাথে পশুত্বের কুরবানী করি। কুরবানির শিক্ষার আলোকে ব্যক্তি, পরিবার ও সমাজ পরিচালিত হয় আল্লাহর কাছে আজকের দিনে আমরা কায়মনোবাক্যে সেই দু’আ করছি।

নেতৃদ্বয় আরো বলেন, ঈদ মুসলিম উম্মাহর জন্য আনন্দ উৎসব হলেও মুসলিম উম্মাহর ঘরে-ঘরে বিষাদের ছায়া পড়ে আছে। পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহকে ইসলামের সেই সুবিচারপূর্ণ সমাজ কায়েমের প্রস্তুতি গ্রহণে ডাক দিয়ে যায়।

মুসলিম উম্মাহর উচিত সকল ভেদাভেদের উর্ধ্বে ওঠে জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য নিরাপদ, বাসযোগ্য ও ইনসাফপূর্ণ সমাজ কায়েমে এগিয়ে আসা। ইসলামী যুব আন্দোলন সেই প্রত্যাশিত সোনালী সমাজ কায়েমের লক্ষ্যে নিরলস কাজ চালিয়ে যাচ্ছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ, বৈশ্বিক মহামারী করোনা থেকে সকলের হেফাজত ও আক্রান্তদের সুস্থতা এবং সকলের শারীরিক সু-স্বাস্থ্য কামনা করেন। এছাড়া কেন্দ্রীয় নির্দেশনা বাস্তবায়ন এবং ইসলাম দেশ মানবতার পক্ষে আরও বেশি কাজ করার জন্য জেলার ইসলামী যুব আন্দোলন ও সকল সহযোগী সংগঠনের সর্বস্তরের দায়িত্বশীল, সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়।

If you like the post, share it and give others a chance to read it.

ওসমান আল হুমাম

nogor24 বাংলাদেশের জনপ্রিয় একটি ব্লগসাইট। এই সাইটের লক্ষ্য হল বিভিন্ন বিষয় সম্পর্কে সহজে বোধগম্য এবং সঠিক খবর এবং তথ্য প্রদান করা।