ত্রিমাত্রিক ফাউন্ডেশন মাগুরা (পরিচালনায় এস.এস.সি. ব্যাচ ২০০৩) কর্তৃক গতকাল ৩০/০৭/২০২০ তারিখে মাগুরা সদর উপজেলার ইটখোলা মডেল কোরবানির হাটে করোনাকালীন সময় সচেতনতা বৃদ্ধির জন্য স্যানিটাইজার এবং মাকস বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
হাটে আগত ক্রেতা এবং বিক্রেতাদেরকে সৌজন্যমূলক স্যানিটাইজার এবং মাকস বিতরণের পাশাপাশি পারস্পরিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে কেনাবেচা করার জন্য আহ্বান জানানো হয়েছে।
এই সময় ত্রিমাত্রিক ফাউন্ডেশনের গর্বিত সদস্য শফিকুল ইসলাম লাবু, তারিক আল করিম ইভান, রাজিব রাজ, হাদিউজ্জামান জামাল, তুষার মিয়া ও হাবিবুর রহমান সৌরভ উপস্থিথ ছিলেন।