আলিফ আবেদীন গুঞ্জন,ঝিনাইদহঃ
আজ ২৯শে জুলাই বুধবার দুপুরে ঝিনাইদহের পৌর এলাকার চাকলাপাড়ায় জনপ্রিয় সংগঠন “পাপী চোখেও ভালবাসা”র উদ্যোগে সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পাপী চোখেও ভালবাসা সংগঠনের এডমিন ও নির্বাহী পরিচালক ইমু চৌধুরী ও সংগঠনের সদস্য বাপ্পি,শাকিল,আকাশ,ইমরান,নাসিম,পলাশ,শিহাব,সৌরভ ,রকি,শাওন,মামুন,পিংকি ও সুবর্ণাসহ প্রমুখ।
বিতরন শেষে সংগঠনের এডমিন ও নির্বাহী পরিচালক ইমু চৌধুরী বলেন সমাজের চোখে তৃতীয় লিঙ্গের মানুষের ছোট চোখে দেখা হয়। তিনি তার সংগঠনের মাধ্যমে যথাসাধ্য চেষ্টা করবেন সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর