নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বিতর্কিত এই লেখিকা লেখেন –
বাংলাদেশে আমার পা ফেলার অধিকার কেড়ে নিয়েছে,আমার বই নিষিদ্ধ করেছে, মূলত আমাকেই নিষিদ্ধ করেছে সরকার। আমি কী লিখি? কী বলি? সমতা, সমানাধিকার, স্বাধীনতা,স্বনির্ভরতা, সহমর্মিতা, সৌহার্দের কথা লিখি এবং বলি।
এই জিহাদিদের কিন্তু অধিকার আছে দেশে বাস করার, সমাবেশ করার, জিহাদ প্রচার করার। জিহাদিদেরই সরকারের দরকার। আমাকে দরকার নেই। আমি আউট। মুসলমান ভাইয়েরা, আপনাদের এই মুফতি হুজুর ইসলামের কথা কী বলছেন শুনেই দেখুন।
লেখাটির শেষে একটি ভিডিও ক্লিপ পোস্ট করেন তিনি !