সারোয়ার হোসেন রাজশাহী প্রতিনিধি:
নওগাঁ-৬ (আত্রাই- রাণীনগর) আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম চলতি মাসের ২৭জুলাই সোমবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)। জানা গেছে, রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর মৃত্যুতে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে গভীর শোক প্রকাশ করেছেন মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান।
প্রসঙ্গ, বেশকিছু দিন ধরে শারীরিকভাবে অসুস্থতা বোধ করছিলেন সাংসদ ইসরাফিল আলম। এঅবস্থায় করোনা রির্পোট নেগেটিভ আসে। পরে ৬ জুলাই চিকিৎসার জন্য তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে গত ১২ জুলাই বাসায় নেয়া হয়। ১৭ জুলাই তার কাশির সঙ্গে রক্ত আসে।
ওইদিনই তাঁকে আবারও রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ২৭ জুলাই সকালে তিনি ইন্তেকাল করেন।