মোঃ বেলায়েত হোসেন নাটোর জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী লীগের নওগাঁ জেলার যুগ্ন-সম্পাদক ইসরাফিল আলম এমপি’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।
এক শোকবার্তায় তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে ইসরাফিল আলম সারাজীবন অধিকার আদায় ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নিজেকে নিয়োজিত রেখেছেন। নেতাকর্মীদের পাশে তিনি সবসময় শ্রমিকদের সহায়তা নিয়ে উপস্থিত ছিলেন।
ইসরাফিল আলম এর মৃত্যুতে দেশ একজন সৎ ও নিবেদিত প্রাণ রাজনীতিককে হারালো এবং দল হারালো একজন উৎসর্গীকৃত সংগঠককে। জুনাইদ আহমেদ পলক মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
প্রসঙ্গত, ঢাকা স্বয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইসরাফিল আলম এমপি সোমবার শেষ নিশ্বাস ত্যাগ করেন। ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীণ নওগাঁ ( আত্রাই) সংসদ সদস্য ইসরাফিল আলম এমপি ইন্তেকাল করেছেন।সোমবার ভোর ৬.৪০ মিনিটে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।