মায়ের সাথে অভিমান অতঃপর আত্মহত্যা করলো তরুনী
নগর২৪ ডেস্কঃ
রাজধানীর যাত্রাবাড়ী থানার মিরহাজিরবাগ এলাকায় মায়ের সঙ্গে অভিমান করে সানজিদা আক্তার (১৮) নামে এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে তার স্বজনরা।
বুধবার (২২ জুলাই) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। ওই তরুণীর বাবা বিল্লাল হোসেন নগর২৪কে জানান, তিনি রিকশাচালক। পরিবার নিয়ে মিরহাজিরবাগ মোল্লাপাড়া এলাকায় পাঁচতলা ভবনের নিচ তলায় ভাড়া থাকেন। দুই মেয়ে ও এক ছেলের মধ্যে সানজিদা বড়। সে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে।
তিনি আরও জানান, অভাব অনটনের সংসারে সানজিদাকে তার মা মাঝে মধ্যে বকাঝকা করতেন। কাজ করার জন্য বলতেন। আজও কাজ করার জন্য তাকে তার মা বকাঝকা করেন। তাই মায়ের সঙ্গে অভিমান করে ঘরের দরজা বন্ধ করে দেয় সানজিদা। এসময় অনেক ডাকাডাকি করেও সানজিদা দরজা খুলেনি এবং সাড়া-শব্দ দেয়নি। পরে ঘরের দরজা ভেঙে ভেতরে গিয়ে তাকে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় দেখা যায়।
তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদশর্ক) বাচ্চু মিয়া জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।