সারোয়ার হোসেন :
মুজিব বর্ষ উপলক্ষে রাজশাহীর তানোর পৌর এলাকার আকচা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। চলতি মাসের ১৮জুলাই শনিবার দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী তরুণ সমাজসেবক আগামী তানোর পৌরসভার আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী আবুল বাসার সুজন উপস্থিত থেকে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, তানোর পৌরসভার আকচা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক আলতাফ হোসেন, শিক্ষিকা নাসরিন জাহান রিনা, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ডাঃ মজিবুর রহমান, সাধারণ সম্পাদক নওশাদ আলীসহ কলমা ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি মোর্শেদুল মোমিন রিয়াদ, ছাত্র লীগ নেতা ফায়সাল সরকার অমি, ছাত্র নেতা রামিল হাসান সুইট, রোকন সরকার প্রমূখ উপস্থিত ছিলেন।