করোনাভাইরাসের কোভিড-১৯ ভ্যাকসিন প্রয়োগ করতে যাচ্ছে রাশিয়া

নগর২৪ ডেস্ক:


আগামী আগস্টে আনুষ্ঠানিকভাবে নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিন প্রয়োগ করতে যাচ্ছে রাশিয়া। এ উদ্যোগটি সফল হলে সেখান থেকে বাংলাদেশও এ ভ্যাকসিনটি পেতে পারে বলে সেখানে থাকা বাংলাদেশি চিকিৎসকরা আশা করছেন। তাদের ভাষ্য, একাধিক হিউম্যান ট্রায়ালে ভ্যাকসিনটি শতভাগ নিরাপদ হিসেবে প্রতীয়মান হয়েছে। আর এটি করোনাক্রান্ত ব্যক্তির শরীরে কার্যকরভাবে অ্যান্টিবডি তৈরিতেও সক্ষম।

সপ্তাহখানেক আগে কোভিড-১৯ ভাইরাসের বিরুদ্ধে মানবদেহে শতভাগ কার্যকর ভ্যাকসিন প্রস্তুতের দাবি করে দেশটির গামালেই ইন্সটিটিউট অব এপিডেমোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি। তাদের উদ্ভাবিত করোনা ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল সফলভাবে সম্পন্ন হয়েছে, যা বিশ্বে প্রথম কোন করোনা ভ্যাকসিনের সফল ক্লিনিক্যাল ট্রায়াল বলে দাবি করেছে দেশটির সেচেনভ বিশ্ববিদ্যালয়। এটি শতভাগ সফল হওয়ার পর থেকে তা আনুষ্ঠানিকভাবে ব্যবহারের প্রস্তুতি চলছে।

আগামী আগস্টের মাঝামাঝি পুরো রাশিয়াব্যাপী ভ্যাকসিনটি ব্যবহার শুরু হবে বলে জানিয়েছেন সেখানে প্রবাসী বাংলাদেশি চিকিৎসকরা।আর বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার সাবেক পরিচালক বে-নজির আহমেদ মনে করেন, ‘প্রতিযোগিতার বাজারে রাশিয়া অনেকখানি এগিয়ে গেছে।’

চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য কিংবা জার্মানিসহ আপাতত যে কয়েকটি ভ্যাকসিনের ওপর কাজ চালাচ্ছে তার মধ্যে এই ভ্যাকসিনকেই সর্বাধিক নিরাপদ দাবি করেন সেচেনভ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেডিক্যাল প্যারাসাইটোলজি, ট্রপিক্যাল অ্যান্ড ভেক্টর বর্ন ডিজিসেসের ডিরেক্টর অ্যালেকজান্দ্রা লুকাসেভ। তিনি বলেন, ‘এই ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ। ক্লিনিক্যাল টেস্টেই তা প্রমাণিত হয়েছে।’

বাংলা/এসএ/

If you like the post, share it and give others a chance to read it.

নগর২৪

nogor24 বাংলাদেশের জনপ্রিয় একটি ব্লগসাইট। এই সাইটের লক্ষ্য হল বিভিন্ন বিষয় সম্পর্কে সহজে বোধগম্য এবং সঠিক খবর এবং তথ্য প্রদান করা।