কাতার বিশ্ববিদ্যালয় মসজিদে বাংলাদেশি খতিব

দ্বিতীয়বারের মতো কাতার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব পদে নিযুক্ত হয়েছেন বাংলাদেশি শিক্ষার্থী মোহাম্মদ আবু তালেব।বর্তমানে তিনিকাতার বিশ্ববিদ্যালয়ে ফিকহ ও উসুলে ফিকহ বিভাগে মাস্টার্স করছেন।মোহাম্মদ আবু তালেব বাড়ী চট্টগ্রামে।

২০১১ সালে তিনি কাতারের ধর্ম মন্ত্রণালয়ের স্কলারশিপ নিয়ে কাতার আসেন এবং Religious Institute Preparatory Secondary Independent School-এ ভর্তি হন।২০১৪ সালে কাতার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ২০১৬ সালে প্রথমবারের মতো ইমাম ও খতিব হিসেবে নিয়োগ পান। সম্প্রতি তিনি দ্বিতীয়বারের মতো ইমাম ও খতিব হিসেবে নিয়োগ পেয়েছেন।

If you like the post, share it and give others a chance to read it.

নগর২৪

nogor24 বাংলাদেশের জনপ্রিয় একটি ব্লগসাইট। এই সাইটের লক্ষ্য হল বিভিন্ন বিষয় সম্পর্কে সহজে বোধগম্য এবং সঠিক খবর এবং তথ্য প্রদান করা।