ইসলামী শিক্ষা – লিখা অলি
ইসলামী শিক্ষা – লিখা অলি
আজ আমাদের মাঝে
নেই ধর্মীয় শিক্ষা,
যুগে যুগে প্রকৃতি
দিচ্ছে দীক্ষা ।।
ধ্বংস করে দিচ্ছে
আমাদেরকে আধুনিকতা,
কারো মাঝে নেই
কোনো নৈতিকতা।।
চিন্তা চেতনা আজ
হয়ে গেছে বেহুশ,
ছেলে মেয়ে খারাপ হলে
কাকে দিবেন দোষ।।
ঐশী, পাপিয়াদের মত মেয়ে
তৈরি হবে ঘরে ঘরে,
আপনার সন্তানকে স্কুলের পাশাপাশি
যদি না পড়ান মাদ্রাসায় মক্তবে।।
আধুনিক পড়াশোনা
তখনই সার্থক হবে, যখন ইসলামী পড়াশোনায়
ছেলেমেয়ে গড়ে উঠবে।
ইসলামী শিক্ষা অন্তরে
না থাকার ফলে,
সকল অফিস-আদালতে ঘুষখোর সুদখোর
তৈরি হচ্ছে দলে দলে।
আত্মহত্যা মহাপাপ_চির জাহান্নামি
জানেনা আজ লোকে,
কষ্টে অভিমানে
আপন করে নেই মৃত্যুকে।
প্রত্যেক ঘরে ঘরে জ্বলুক
ইসলামী শিক্ষার আলো,
সমাজ রাষ্ট্র পরিবার
সবাই থাকুক ভালো।।