নাটোর সদরের ৯ জন সহ ১১ জন আক্রান্ত

মোঃ বেলায়েত হোসেন নাটোর জেলা প্রতিনিধিঃ


নাটোর সদরের করন আক্রান্তরা লকডাউন মানছেন না। তারা ঘুরে বেড়াচ্ছেন যত্রতত্র। বাজার করছেন দোকানপাটে যাচ্ছেন, ঘুরছেন সড়ক-মহাসড়কে। ফলে বাড়ছে নাটোর সদরে করনা আক্রান্তের সংখ্যা। এ নিয়ে ক্ষোভ স্বাস্থ্যবিভাগের। স্বাস্থ্যবিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, প্রশাসন করোনা আক্রান্তদের বাড়ি লক ডাউন করার ক্ষেত্রে এবং মানুষকে ঘরে রাখার ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন।

ফলে বাড়ছে করনা আক্রান্তের সংখ্যা। এদিকে দৈনিক রিয়েল নিউজ বেশ কয়েকজন অভিযোগ জানিয়েছেন, নাটোর শহরের উপর বাজার এলাকার বেশ কয়েকটি বাড়িতে করোনা আক্রান্ত হয়েছে এবং তারা কোন লকডাউন মানছেন না ঘুরে বেড়াচ্ছেন যত্রতত্র বাজার করছেন স্টলে দিচ্ছেন আড্ডা। প্রশাসনের উদাসীনতায় বাড়ছে করণ আক্রান্তের সংখ্যা। আজ নাটোর সদরে আক্রান্ত হয়েছে আরও ১১ জন। অপরদিকে সিংড়া উপজেলায় আক্রান্ত হয়েছে দুইজন।

If you like the post, share it and give others a chance to read it.

নগর২৪

nogor24 বাংলাদেশের জনপ্রিয় একটি ব্লগসাইট। এই সাইটের লক্ষ্য হল বিভিন্ন বিষয় সম্পর্কে সহজে বোধগম্য এবং সঠিক খবর এবং তথ্য প্রদান করা।