মোঃবেলায়েত হোসেন নাটোর জেলা প্রতিনিধিঃ
নাটোরের সিংড়ায় বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু। রবিবার দুপুরে উপজেলার চামারী ইউনিয়নের আনন্দনগর- কৃষ্ণনগর বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন তিনি।
এসময় তার সাথে ছিলেন চামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধা, ছাত্রলীগ নেতা সাবেক জিএস মমিন মন্ডল। পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার ও চেয়ারম্যান প্রায় শতাধিক পরিবারের সাথে কথা বলেন ও খোঁজ খবর নেন। এসময় অসহায় মানুষদেরকে ১০ কেজি করে চাউল প্রদান করেন এবং যেকোনো সমস্যা মোকাবেলা পাশে থাকবেন।