মুজিব বর্ষ উপলক্ষে সম্ভাবনার কলসকাঠী’র উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসুচির উদ্বোধন

কামরুল হাসান সোহাগঃ


মুজিবর্ষে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায়  মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী এই বর্ষায় “সম্ভাবনার কলসকাঠী” উদ্যোগে কলসকাঠী ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ কর্মসুচির উদ্বোধন করা হয়েছ আজ। কলসকাঠী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আঙ্গিনায় বৃক্ষ রোপণের মাধ্যমে এই কর্মসুচির শুভ সুচনা হলো। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্ভাবনার কলসকাঠী’র প্রধান উপদেষ্টা আঃ সালাম তালুকদার, প্রবীন শিক্ষাবিদ- বাবু চঞ্চল কুমার গাঙ্গুলি, কলসকাঠী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সম্ভাবনার কলসকাঠী’র উপদেষ্টা, বাবু তরুন কুমার গাঙ্গুলি, সম্ভাবনার কলসকাঠী’র সভাপতি- মাওলানা মোঃ শামিম আহমেদ, সিনিয়র সহ সভাপতি- রাবিন্দ্র নাথ কুন্ডু, সহ সভাপতি- আবু সালেহ মোঃ বশির, সহ সভাপতি- মোঃ রিয়াজুল ইসলাম হাওলাদার, সাধারন সম্পাদক- এনছান আলী, সাংগঠনিক সম্পাদক- মোঃ মেহেদী হাসান, অর্থ সম্পাদক- মোঃ কাওসার মোল্লা, কলসকাঠী দুস্থ ছাত্র কল্যান পরিষদের সভাপতি- বাবু গফু সেন, যুবলীগ নেতা- মোঃ হাবিব আকন, মোঃ জাহাঙ্গীর মোল্লা প্রমুখ।

উল্লেখ্য, বৃক্ষ রোপণ শেষে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু তরুন কুমার গাঙ্গুলি আগত অতিথিদের মৌসুমি ফল (আম কাঠাল) দিয়ে আপ্যায়ন করান।

If you like the post, share it and give others a chance to read it.

নগর২৪

nogor24 বাংলাদেশের জনপ্রিয় একটি ব্লগসাইট। এই সাইটের লক্ষ্য হল বিভিন্ন বিষয় সম্পর্কে সহজে বোধগম্য এবং সঠিক খবর এবং তথ্য প্রদান করা।